সম্প্রতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ভিডিও দাবিতে ‘হঠাৎ মধ্যরাতেই,,,, আপার অপেক্ষা সবাই,, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের ভালো কিছু হবে, জয় বাংলা জয় #বঙ্গবন্ধু’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল নিয়ে অবস্থান কর্মসূচি পালনের নয়। প্রকৃতপক্ষে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে গত ১৬ অক্টোবর রাতে রংপুর বিভাগে অনুষ্ঠিত মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার এতে অনলাইন গণমাধ্যম ফেস দ্যা পিপলের লোগো দেখতে পায়। পরবর্তীতে উক্ত লোগোর সূত্র ধরে ফেস দ্যা পিপলের ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে গত ১৬ অক্টোবর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল জ্বালিয়ে হাজারো মানুষ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

প্রাপ্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির ১ মিনিট ২৭ সেকেন্ডে থেকে দেখতে পাওয়া ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম এবং ভিডিওতে দেখতে পাওয়া মঞ্চের ব্যানার থেকে জানা যায়, এটি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জলন অনুষ্ঠানের ভিডিও।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ অক্টোবর রংপুর বিভাগে তিস্তা নদীর ১০৫ কিলোমিটার জুড়ে একযোগে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন তিস্তা তীরবর্তী হাজারো মানুষ। রংপুর বিভাগের পাঁচ জেলা- লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি পয়েন্টে একযোগে এই প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে উক্ত কর্মসূচিটি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
সুতরাং, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে করা মশাল মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল নিয়ে অবস্থান কর্মসূচি পালনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Face the People News Facebook Post
- Ittefaq Website: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের মশাল প্রজ্বালন
- Prothom Alo Website: ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্বলন, উত্তাল তিস্তা পাড়





