নেপালে আন্দোলনের ভিডিওকে ভারতে সম্প্রতি সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি “ভারতেও খেলা জমে গেছে” শিরোনামে নেপালের পর এবার ভারতেও সাম্প্রতিক সংঘর্ষ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের নয়। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ে ঘটা নেপালের বিদ্রোহের ভিডিওকে ভারতে আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Mukund Shahi’ নামক এক্স অ্যাকাউন্টে গত ১১ সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, এটি নেপালের সাম্প্রতিক সময়ের আন্দোলনে বিপর্যস্ত জাজরকোটের চিত্র। 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সার্বিয়ান সংবাদমাধ্যম ‘Glas Javnosti’ এর ওয়েবসাইটে গত ১১ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ফিচারে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Screenshot from Glas Javnosti Website 

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়, এতে প্রাণহানি ঘটে এবং হাজারো বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। পরিস্থিতির চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং সেনাবাহিনী রাজধানীতে কারফিউ জারি করে নিয়ন্ত্রণ নেয়। আলোচিত ভিডিওটি মূলত এই ঘটনারই দৃশ্য। 

উল্লেখ্য, নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকি শপথ নিয়েছেন এবং ইতোমধ্যে তিনি নতুন মন্ত্রীসভা গোছানোর কাজে মননিবেশ করেছেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকি ছয় মাসের বেশি সময় এই পদে থাকবেন না এবং আগামী বছরের ৫ মার্চ দেশটির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকারের হাতে তিনি ক্ষমতা তুলে দেবেন বলে জানিয়েছেন। 

সুতরাং, নেপালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ভিডিওকে ভারতে সাম্প্রতিক সময়ে আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img