ধানমন্ডি ৩২ দেখতে আসা এই ব্যক্তি মওলানা ভাসানীর মেয়ের জামাই নয়

১৫ আগস্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খরা বাহিনী। ১৫ আগস্ট ভোর থেকে কিছু সমর্থক এলেও তাদের বঙ্গবন্ধুর বাসভবনের সামনে যেতে দেননি আওয়ামী লীগ বিরোধীরা। এদের মধ্যে মারধর এবং হেনস্তার শিকারও হন কেউ কেউ। 

এরইমধ্যে জাগোনিউজের ফেসবুক পেজে সকাল ১০:৫০ মিনিটে একটি ভিডিও প্রকাশিত হয়। ৩০ সেকেন্ড সময়ের ঐ ভিডিওতে সাদা পাঞ্জাবী পরিহিত এক ব্যক্তিকে দাবি করতে শোনা যায় যে, তিনি টাঙ্গাইল থেকে ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তিনি মওলানা ভাসানীর মেয়ের জামাই। এসময় পাশে থাকা এক ব্যক্তির সঙ্গে আলোচিত ব্যক্তিকে তর্কে জড়াতে শোনা যায়। 

একই দাবিতে গণমাধ্যমটির ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিকে মওলানা ভাসানীর মেয়ের জামাই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তি মওলানা ভাসানীর মেয়ের জামাই নন। উক্ত ব্যক্তির সঙ্গে মওলানা ভাসানীর পরিবারের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে অনুসন্ধানো মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীর ফেসবুক অ্যাকাউন্টে ১৫ আগস্ট তারিখে এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে তিনি আলোচিত ব্যক্তিকে মওলানা ভাসানীর মেয়ের জামাই নন এবং ঐ ব্যক্তির সাথে মওলানা ভাসানী পরিবারের কোনো ধরণের সম্পর্ক নেই বলে জানান।

পরবর্তীতে, মওলানা ভাসানীর মেয়েদের পরিবারের বিষয়ে বিস্তারিত জানতে আজাদ খান ভাসানীর সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। এসময় তিনি জানান, আলোচিত ব্যক্তিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং উনি মওলানা ভাসানীর মেয়ের জামাই কিংবা আত্নীয় কেউ নন। তাছাড়া, মওলানা ভাসানীর চার মেয়ের মধ্যে একজন মারা গেছেন এবং বাকি মেয়েদের স্বামীরা কেউ বেঁচে নেই বলেও জানান তিনি। 

সুতরাং, ধানমন্ডি ৩২ দেখতে এলেন মওলানা ভাসানীর মেয়ের জামাই শীর্ষক এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

  • Azad Khan Bhashani: Facebook Post 
  • Statement from Azad Khan Bhashani 

আরও পড়ুন

spot_img