নেত্রকোনায় এনসিপির পদযাত্রা: নিজেদের নোটিশকে ভুয়া দাবি করে প্রতিবাদলিপি দিলো স্কুল কর্তৃপক্ষ

নেত্রকোনায় এনসিপির আগামী রবিবারের (২৭ জুলাই) পদযাত্রার কারণে শহরের পুলিশ লাইনস স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই বিদ্যালয়ে এনসিপির কর্মসূচি উপলক্ষে আসা পুলিশ সদস্যরা অবস্থান করবেন বলে বিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) একটি নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে সমালোচনার এক পর্যায়ে শুক্রবার (২৫ জুলাই) সকালে নতুন করে ‘প্রতিবাদলিপি’ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে দাবি করা হয়, “আগের নোটিশটি সঠিক নয়। আগের নোটিশটি স্কুলের বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি ষড়যন্ত্র।” 

স্কুল কর্তৃপক্ষের দেওয়া প্রতিবাদলিপি দেখুন এখানে।  

এই নোটিশের পর এনসিপির নেতাকর্মীরাও আগের নোটিশকে ভুয়া দাবি করে ফেসবু্কে পোস্ট করছেন।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নেত্রকোনায় এনসিপির পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইনস স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণার নোটিশটি ভুয়া নয় বরং নোটিশটি আসল। রিউমর স্ক্যানার স্কুলের নোটিশ সংক্রান্ত পোস্টের স্ক্রিনশটগুলো মূল সোর্স থেকে সংগ্রহ করে মেটাডাটা যাচাই করে দেখেছে এবং আগের নোটিশটিও স্কুলের পেজ থেকেই দেওয়া হয়েছিল বলে নিশ্চিত হয়েছে। তাছাড়া, প্রতিবাদলিপিতে থাকা প্রধান শিক্ষকের স্বাক্ষরের সাথে বিভিন্ন সময়ে নোটিশে থাকা তার স্বাক্ষরেরও অমিল পরিলক্ষিত হয়।

এ বিষয়ে অনুসন্ধানে নেত্রকোনার পুলিশ লাইনস স্কুলের ফেসবুক পেজে কথিত বন্ধের নোটিশটি খুুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ফেসবুকের এডভান্স টুলের সহায়তায় সোহেল রানা সোহান নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে বন্ধের নোটিশটির স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশটটি স্কুলটির ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে ২২ ঘন্টা আগে। উক্ত ব্যক্তি স্ক্রিনশটটি তারই নেওয়া বলে পোস্টে দাবি করেন। রিউমর স্ক্যানার জনাব সোহানের সাথে যোগাযোগ করে স্ক্রিনশটটির মূল ফাইল সংগ্রহ করে মেটাডাটা যাচাই করে স্ক্রিনশটটি তারই নেওয়া বলে নিশ্চিত হয়। স্ক্রিনশটটি শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টা ৪৭ মিনিটে নেওয়া হয়। 

বিষয়টি আরো নিশ্চিত হতে জনাব সোহান থেকে সংশ্লিষ্ট আরো কিছু স্ক্রিনশট নিয়ে সেগুলোও একাধিক মেটাডাটা সাইটের মাধ্যমে যাচাই করে নোটিশটির স্ক্রিনশট আসল বলে নিশ্চিত হয় রিউমর স্ক্যানার।


এরই মধ্যে রিউমর স্ক্যানার নেত্রকোনা পুলিশ লাইনস স্কুলের অফিশিয়াল ফেসবুক গ্রুপে স্কুল বন্ধের আলোচিত নোটিশটির ছবি পোস্ট হওয়ার প্রমাণ পায়। আর্কাইভ লিংক থেকে দেখা যায়, মাশিউর রহমান নামে এক ব্যক্তি স্কুলের গ্রুপটিতে নোটিশটি পোস্ট করেন। গ্রুপটির এডমিন হিসেবে স্কুলের পেজ এবং পুলিশের একাধিক কর্মকর্তা রয়েছেন।

এছাড়া, জাতীয় দৈনিক প্রথম আলোকেও শুক্রবার সকালে (যখন বন্ধের নোটিশটি পেজে দেওয়া ছিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ‘এনসিপির সমাবেশে বাইরে থেকে বাড়তি পুলিশ আসবে, তাদের পুলিশ লাইনস স্কুলে থাকতে দেওয়া হবে। তাই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ে প্রায় ১০টির মতো বড় শ্রেণিকক্ষ আছে। আশা করি, থাকার সমস্যা হবে না।’ 

তবে নোটিশটি সরিয়ে প্রতিবাদলিপি পোস্টের পর শুক্রবার দুপুর ১২টা ২ মিনিটে তিনিই আবার প্রথম আলোর কাছে দাবি করেন, আগের নোটিশটি ‘ফেইক’ ছিল। আগেরটি তাঁর স্বাক্ষর ছিল না। এখানে কীভাবে কী হয়েছে তিনি বুঝতে পারেননি। কোনো ধরনের চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের কথাও অস্বীকার করেন তিনি।

অর্থাৎ, স্কুল কর্তৃপক্ষ আগের নোটিশটি ভুয়া বলে যে দাবি করছে তা সঠিক নয়৷ একাধিক উপায়ে বিষয়টির নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। 

এদিকে নেত্রকোনা পুলিশ লাইনস স্কুলের ফেসবুক পেজে শুক্রবার যে প্রতিবাদলিপি দেওয়া হয়েছে তাতে প্রধান শিক্ষক আবদুল মালেকের দেওয়া স্বাক্ষরের সাথে পূর্বের বিভিন্ন নোটিশ এমনকি সরিয়ে নেওয়া বন্ধের নোটিশটিতে থাকা স্বাক্ষরের অমিল পেয়েছে রিউমর স্ক্যানার।

পূর্বে বিভিন্ন সময়ে প্রধান শিক্ষক স্বাক্ষরিত নোটিশের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

সুতরাং, নেত্রকোনায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে দু’দিন বন্ধ থাকার নোটিশ দেওয়ার পর তা ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়ে নিজেদের নোটিশটিকেই ভুয়া দাবি করে প্রতিবাদলিপি দিয়েছে নেত্রকোনা পুলিশ লাইনস স্কুল কর্তৃপক্ষ; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Screenshots Metadata Analysis 

Prothom Alo: বিদ্যালয় দুদিন বন্ধ রাখার নোটিশ দিয়ে এখন কর্তৃপক্ষ বলছে, সেটি ‘ফেইক’ ছিল

আরও পড়ুন

spot_img