পীর-মাশায়েখ, সুন্নী জনতার ডাকে গত ২৬ এপ্রিল ঢাকায় ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালিত হয়। উক্ত সমাবেশে যোগদান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় আসে। এরই প্রেক্ষিতে, উক্ত সমাবেশে যোগ দিতে ট্রেনে জনতার আগমনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি গত ২৬ এপ্রিল সুন্নীপন্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে যোগদানের ভিডিও নয় বরং, এটি গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচীতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে ঢাকা আসা জনসাধারণের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে গত ১২ এপ্রিল Mohammad Abu Musa নামের একটি ফেসবুক আইডি থেকে প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওটির শিরোনামে বলা হয়, এটি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে ট্রেনে করে ঢাকায় ছুটে আসা জনতার দৃশ্য।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম চ্যানেল ২৪ এবং দৈনিক খবরের কাগজের ইউটিউব চ্যানেলেও গত ১২ এপ্রিল প্রচারিত আলোচিত এই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উভয় গণমাধ্যমেই উল্লেখ করা হয়, ভিডিওটি মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করতে ট্রেনে করে ছুটে আসা জনসাধারণের।
সুতরাং, মার্চ ফর গাজা কর্মসূচিতে ট্রেনে করে ঢাকা আসা জনসাধারণের ভিডিওকে সুন্নীপন্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে মানুষের যোগদানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Mohammad Abu Musa Facebook Post
- Channel 24 Youtube Channel: ট্রেনে করেও মানুষ ছুটে আসছেন মার্চ ফর গাজার সমাবেশস্থলে
- Khaborer Kagoj Youtube Channel: গা/জা/র জন্য ট্রেন ভর্তি মানুষ আসছে ঢাকায়
- Rumor Scanner’s Analysis