সম্প্রতি, একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভারতের ফরিদাবাদে দুইজন মুসলিম কসাইকে গরু জবাই করার অপরাধে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে।
তাছাড়া, ভিডিওটিতে এক ব্যক্তির শামীম সাঈদীর সাথে তোলা একটি ছবি কোলাজ করে বসিয়ে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দুই ব্যক্তিকে জীবন্ত আগুনে পুড়ানোর ঘটনাটি ভারতের নয় বরং, মায়ানমারের ম্যাগওয়ে অঞ্চলে দুই বিদ্রোহী যোদ্ধাকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা এটি। তাছাড়া, ভিডিওটিতে সংযুক্ত ছবির ব্যক্তিরা ভারতীয় নয়, বরং এদের একজন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে গোরসেন্টার নামক অনলাইন প্ল্যাটফর্ম-এ ‘Myanmar soldiers torture and roast two young men’ শীর্ষক ক্যাপশনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়।

সেখান থেকে জানা যায়, এটি মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক বন্দী হওয়া প্রতিরোধ গোষ্ঠী ইয়াও ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ) এর ফো টে এবং থার হটাং নামক দুইজন দুইজন সদস্যকে আগুনে পুড়িয়ে মারার সময় ধারণকৃত ভিডিও।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সংবাদভিত্তিক ওয়েবসাইট ইরাবতীর ওয়েবসাইটে ২০২৪ সালের ৭ ফেব্রুয়াারি প্রকাশিত ‘Burning Alive in Myanmar: Two Resistance Fighters Executed in Public’ শীর্ষক ক্যাপশনের একটি প্রতিবেন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, মায়ানমারের মাগুয়ে অঞ্চলের একটি গ্রামে দুইজন জান্তাবিরোধী যোদ্ধাকে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। জানা যায়, নিহত দুই ওয়াইডিএফ সদস্য ফো টে এবং থার হটাং ২০২৩ সালের ৭ নভেম্বর মিয়াক খিন ইয়ান গ্রামে একটি অভিযানের সময় জান্তা সেনা ও তাদের মিত্র প্যুউ সো হতি মিলিশিয়া সদস্যদের হাতে গ্রেপ্তার হয়।
এছাড়াও, মায়ানমারের একটি সংবাদ সংস্থা খিত থিত মিডিয়া (Khit Thit Media) এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়া (Radio Free Asia) এর এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়। আরও জানা যায়, নিহত ফো টে (২৩) এবং থার হটাং (২২)।
তাছাড়া, আলোচিত ভিডিওটিতে যুক্ত করে দেওয়া এক ব্যক্তির শামীম সাঈদীর সাথে তোলা ছবিতে শামীম সাঈদীর পোশাকের সাথে ‘Sylheti Online’ নামক ফেসবুক পেজ থেকে গত ১১ এপ্রিল প্রচারিত ‘লন্ডনে মাওলানা শামীম সাঈদি বিভিন্ন ইস্যুতে প্রশ্নের জবাব দিচ্ছেন সিলেটি অনলাইনের ক্যামেরায়’ শীর্ষক ক্যাপশনের ভিডিওতে থাকা শামীম সাঈদীর পোশাকের সাদৃশ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে এক ব্যক্তির শামীম সাঈদীর সাথে তোলা একটি ছবিটি অপ্রাঙ্গিক। ভিডিওর ঘটনার সাথে শামীম সাঈদীর কোনো সম্পর্ক নেই।
সুতরাং, মায়ানমারে জান্তাবিরোধী দুই যোদ্ধাকে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারার পুরোনো ভিডিওটিকে ভারতের দুইজন মুসলিম কসাইকে গরু জবাই করার অপরাধে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- GoreCenter: Myanmar soldiers torture and roast two young men
- The Irrawaddy: Burning Alive in Myanmar: Two Resistance Fighters Executed in Public
- Khit Thit Media: ဘူးလက်လှဆွေ လက်အောက်ခံ မြောက်ခင်ရန်းကျေးရွာမှ ပျူစောထီးခေါင်းဆောင် ထက်ဝေဦး ဦးဆောင်သော ပျူစောထီးအဖွဲ့နှင့် စစ်တပ်က တော်လှန်ရေး ရဲဘော် ၂ ဦးကို သံကြိုးတုပ်၍ အရှင်လတ်လတ် မီးရှို့သတ်ဖြတ်ပြီး အောင်ပွဲခံ
- Radio Free Asia: Myanmar resistance fighters burned alive stokes outrage