শনিবার, মে 24, 2025

থাইল্যান্ডের বিনোদন পার্কের শো-এর দৃশ্য ইসরায়েলের কারাগারে বন্দি নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান হামলা ও গণহত্যার মধ্যেই একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের কারাগারে বন্দীদের অ্যাসিডের ট্যাংকে নিক্ষেপ করা হচ্ছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কেবল কঙ্কাল বেরিয়ে আসছে।

উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলের কারাগারে বন্দীদের অ্যাসিডের ট্যাংকে নিক্ষেপ করা হচ্ছে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয় বরং, থাইল্যান্ডের থানিয়াবুরি জেলায় অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড নামের বিনোদন পার্কের হলিউড অ্যাকশন শো দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘panuwatkaenpech’ নামক টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ড্রিমওয়ার্ল্ড নামক বিনোদন পার্কের স্টান্ট শো।

Comparison: Rumor Scanner

টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে একই মঞ্চসজ্জায় এমন দৃশ্য সম্বলিত অনেক ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এছাড়াও, ‘thekkt2543’ নামক টিকটক অ্যাকাউন্টেও এমন অনেক ভিডিও খুঁজে পাওয়া যায়। যার মধ্যে কিছু ভিডিও (, , ) পর্যবেক্ষণ এবং ক্যাপশন অনুবাদ করে জানা যায়, এগুলো থাইল্যান্ডের থানিয়াবুরি জেলায় অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড পার্কের হলিউড অ্যাকশন শো-এর দৃশ্য। তাছাড়া, ভিডিওগুলোতে দর্শকও দেখা যায়।


এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের সার্চ করে ইউটিউবে ‘dream world park’ চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলেও এমন ভিডিও খুঁজে পাওয়া যায়(, , , , ) একই মঞ্চসজ্জায় ও এমন দৃশ্য সম্বলিত একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওগুলোতে একই রকম সাউন্ড ইফেক্ট এবং অভিনেতাদের মুভমেন্ট লক্ষ্য করা যায়।

তাছাড়া, থাইল্যান্ডের ড্রিম ওয়ার্ল্ড বিনোদন পার্কের ওয়েবসাইটে লিউড অ্যাকশন শো-এর বিষয়ে জানা যায়, বিশেষ ইফেক্টের মনোমুগ্ধকর উপস্থাপনা যা দর্শকদের পুরো অনুষ্ঠান জুড়ে শিহরিত করে রাখে।

এই বিষয়ে আরও নিশ্চিত হতে সার্চ করে গুগল ম্যাপেও মঞ্চটি দৃশ্যমান পাওয়া যায়।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি থাইল্যান্ডের পাথুম থানি প্রদেশের থানিয়াবুরি জেলায় অবস্থিত ড্রিম ওয়ার্ল্ড নামক একটি বিনোদন পার্কের হলিউড-থিমযুক্ত অ্যাকশন বা স্টান্ট শো-এর ধারণকৃত দৃশ্য। ভিডিওটির সাথে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দি নির্যাতনের কোনো সম্পর্ক নেই।

সুতরাং, থাইল্যান্ডের ড্রিম ওয়ার্ল্ড নামক বিনোদন পার্কের হলিউড অ্যাকশন শো-এর দৃশ্যকে ইসরায়েলের কারাগারে বন্দীদের অ্যাসিডের ট্যাংকে নিক্ষেপ করা হচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Panuwatkaenpech: TikTok Video
  • Panuwatkaenpech: TikTok Account

আরও পড়ুন

spot_img