ফিলিস্তিনের পতাকা জড়ানো আমেরিকান সংগীতশিল্পী বিলি আইলিশের ছবিটি এআই নির্মিত 

সম্প্রতি আমেরিকান সংগীতশিল্পী বিলি আইলিশ ফিলিস্তিনের পতাকা কাঁধে নিয়ে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইন্সটাগ্রামে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আমেরিকান সংগীতশিল্পী বিলি আইলিশের কাঁধে ফিলিস্তিনের পতাকা জড়ানো ছবিটি বাস্তব নয়। বরং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

ছবির দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সাম্প্রতিক সময়ে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে বিলি আইলিশের ফিলিস্তিনের পতাকা জড়ানো ছবি বা সমর্থনের বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

উক্ত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা কিনা জানতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইটইঞ্জিনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭৩ শতাংশ।

Screenshot: Sightengine website by Rumor Scanner 

এছাড়া, রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণেও ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার একাধিক লক্ষণ শনাক্ত করা গিয়েছে। আলোচিত ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হওয়ার একাধিক লক্ষণ চোখে পড়ে। ছবিতে বিলি আইলিশের ডান হাতে মাত্র তিনটি আঙুল দেখা যাচ্ছে, যা এআই-নির্মিত ছবির একটি সাধারণ ত্রুটি। পাশাপাশি, তার গায়ে থাকা ফিলিস্তিনি পতাকাটিও অস্বাভাবিকভাবে ভাঁজ করা, এবং পতাকার লাল ত্রিভুজ অংশটি কৃত্রিম ও অপ্রকৃত মনে হচ্ছে। ছবিতে বিলি আইলিশের চোখ ও চোয়ালের গঠনও তার প্রকৃত চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

Image marked by Rumor Scanner

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি আমেরিকান সংগীতশিল্পী বিলি আইলিশের কাঁধে ফিলিস্তিনের পতাকা জড়ানো একটি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s Analysis 
  • Sightengine website 

আরও পড়ুন

spot_img