সম্প্রতি “ইউক্রেনে অস্ট্রেলিয়ার সেনাদের তান্ডব শুরু।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইউক্রেন-অস্ট্রেলিয়া যুদ্ধের কোনো ঘটনার নয় বরং এটি অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের বৃহত্তম সম্মিলিত, যৌথ সামরিক মহড়া এবং যুদ্ধ প্রশিক্ষণের পুরোনো ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “AiirSource Military” নামের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৪ জুলাই “Australian Troops Conduct Beach Landing During Talisman Saber Joint Military Exercises” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে “DailyMotion” নামের একটি ভিডিও পরিষেবা ওয়েবসাইটে ৪ বছর আগে “Australian Troops Conduct Beach Landing During Talisman Saber Joint Military Exercises” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৭ সালের ১৩ জুলাই অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (ADF) দ্বারা পরিচালিত বৃহত্তম সম্মিলিত, যৌথ সামরিক মহড়া এবং যুদ্ধ প্রশিক্ষণ, প্রস্তুতি এবং আন্তঃকার্যক্ষমতা উন্নত করার জন্য ADF কর্মীদের অমূল্য অভিজ্ঞতা প্রদান করে। যেখানে সৈন্য এবং বুশমাস্টার প্রোটেক্টেড মোবিলিটি ভেহিকেলগুলো LCM-8 ল্যান্ডিং ক্রাফটের মাধ্যমে উপকূলে পরিবহণ করেছিল। তাদের সেই মহড়া এবং যুদ্ধ প্রশিক্ষণের ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন-অস্ট্রেলিয়ার সংঘাত দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
অর্থাৎ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (ADF) দ্বারা পরিচালিত বৃহত্তম সম্মিলিত, যৌথ সামরিক মহড়া এবং যুদ্ধ প্রশিক্ষণের একটি পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-অস্ট্রেলিয়ার সংঘাতের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।