ছাত্রলীগকে নিয়ে সেফুদার মন্তব্য দাবিতে চ্যানেল আইয়ের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “সেফুদা মন্তব্য করেছেন এখন থেকে ছাত্রলীগের পিতা আমি” শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল আইয়ের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সেফুদা মন্তব্য করেছেন এখন থেকে ছাত্রলীগের পিতা আমি” শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল আই কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং সেফাত উল্লাহ ওরফে সেফুদাও এরকম কোনো মন্তব্য করেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল আইয়ের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে চ্যানেল আইয়ের লোগো রয়েছে।

Screenshot: Facebook 

লোগোর সূত্র ধরে চ্যানেল আইয়ের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি চ্যানেল আইয়ের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, চ্যানেল আইয়ের কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্যও রয়েছে। 

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, “সেফুদা মন্তব্য করেছেন এখন থেকে ছাত্রলীগের পিতা আমি” শীর্ষক দাবিতে চ্যানেল আইয়ের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img