Fact Check: ভিডিওটি CGI পদ্ধতিতে নির্মিত, বাস্তব টর্নেডোর নয়

সম্প্রতি “When the sky meets the ocean” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। টিকটকে ভাইরাল ভিডিও দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাগর-আকাশের মিলিত হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং ভিডিওটি CGI (Computer-Generated Imagery) পদ্ধতিতে নির্মিত। ভিডিও সার্চিং প্রযুক্তির সহায়তায়, ২০১৮ … পড়তে থাকুন Fact Check: ভিডিওটি CGI পদ্ধতিতে নির্মিত, বাস্তব টর্নেডোর নয়