রোগাক্রান্ত শিশুর জন্য আর্থিক সহায়তার আবেদন দাবিতে প্রতারক চক্রের বিকাশ নাম্বার ব্যবহার

সম্প্রতি, “আমার রাউজানের নাট্টোন বাগিছা এক গরীব রোগীর জন্য আর্তিক সহায়তা খুব প্রয়জন। ৭ বছরের সুসমিতা জান্নাত নামের এই বাচ্ছা কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত। যে যেখান থেকে পারেন এ  বাচ্ছাটার চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসুন।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ভাইরাল এমন … পড়তে থাকুন রোগাক্রান্ত শিশুর জন্য আর্থিক সহায়তার আবেদন দাবিতে প্রতারক চক্রের বিকাশ নাম্বার ব্যবহার