কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি মিথ্যা

সম্প্রতি,”কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন” শীর্ষক দাবিতে কিছু ছবি সম্বলিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উক্ত দাবিটি তুলে ধরা হলো “কি করবেন টাকা দিয়ে দেখেন তো ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের বাড়ি, স্বর্নের গাড়ি, স্বর্নের বিমান,, সহ … পড়তে থাকুন কুয়েতের সবচেয়ে ধনী ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি মিথ্যা