ফিলিস্তিন ফান্ডে টাকা জমার জন্য মোজো কেনাই যথেষ্ট, কিউআর কোড স্ক্যানের প্রয়োজন নেই

ফিলিস্তিন ও ইজরায়েলের চলমান ইস্যুতে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বাংলাদেশের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর কোমল পানীয় ব্র্যান্ড ‘মোজো’ ঘোষণা করে, মোজাে’র প্রতিটি বিক্রিত বোতলের জন্য এক টাকা করে ফিলিস্তিনে দান করা হবে। ফিলিস্তিনের জন্য তাদের অর্থ সংগ্রহের এ উদ্যোগ ব্যাপক আলোচিত হয়। এ উদ্যোগের প্রেক্ষিতে মোজো তাদের বোতলের গায়ে উই সাপোর্ট প্যালেস্টাইন এবং ফান্ড … পড়তে থাকুন ফিলিস্তিন ফান্ডে টাকা জমার জন্য মোজো কেনাই যথেষ্ট, কিউআর কোড স্ক্যানের প্রয়োজন নেই