প্রথম বা দ্বিতীয় নয় বরং তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি

গতকাল (০৫ এপ্রিল) ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা। কিন্তু এই খবর দেশীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সুনির্দিষ্ট দুইটি দাবি দেখেছে রিউমর স্ক্যানার টিম।  প্রথম দাবি প্রথম বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ লাভের সম্মান অর্জন করেছেন মাশরাফি।  উক্ত দাবিতে গণমাধ্যমের একটি প্রতিবেদন দেখুন চ্যানেল আই।  দ্বিতীয় দাবি  দ্বিতীয় … পড়তে থাকুন প্রথম বা দ্বিতীয় নয় বরং তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি