নিজ পরিবারের গন্ডগোল নিয়ে খালেদা জিয়ার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড

“এখানে আমার পরিবারের মধ্য গন্ডগল আছে। তারেক রহমানকে তো আপনারা ভাল করে চিনেন, বৌয়ের সাথেও গন্ডগল, বৌও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা” — খালেদা জিয়া (2018)।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও বিগত কয়েকবছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে … পড়তে থাকুন নিজ পরিবারের গন্ডগোল নিয়ে খালেদা জিয়ার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড