নারী ফুটবলারদের বিয়ে নিয়ে প্রচারিত মন্তব্যটি কাজী সালাউদ্দীনের নয়
সম্প্রতি “এখন কোনো পুরস্কার দিতে না পারলেও কথা দিলাম মেয়েরা বড় হলে ওদের বিয়ের সমস্ত খরচ বাফুফে থেকে দেয়া হবে” শীর্ষক শিরোনামের একটি তথ্য বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দীনের বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্ট গুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং … পড়তে থাকুন নারী ফুটবলারদের বিয়ে নিয়ে প্রচারিত মন্তব্যটি কাজী সালাউদ্দীনের নয়
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন