নিউটনের সেই আপেল গাছের চিত্র দাবিতে ছড়াল আসল গাছকে ক্লোন করে তৈরি ভিন্ন গাছের ছবি

সম্প্রতি, ‘এই সেই বিখ্যাত আপেল গাছ যার নিচে স্যার আইজ্যাক নিউটন বসেছিলেন’ শীর্ষক দাবিতে একটি আপেল গাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ( আর্কাইভ)  এবং এখানে ( আর্কাইভ)   ফ্যাক্টচেক  রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিতে যে গাছের ছবিটি প্রচার করা হচ্ছে সেটি যুক্তরাজ্যের … পড়তে থাকুন নিউটনের সেই আপেল গাছের চিত্র দাবিতে ছড়াল আসল গাছকে ক্লোন করে তৈরি ভিন্ন গাছের ছবি