INDIA শব্দটির পূর্ণরুপ ‘ইসলাম নে দি ইস মুলক কো আজাদী’ নয়

সম্প্রতি, অক্সফোর্ড ডিকশনারি এর বরাত দিয়ে INDIA এর পূর্ণরূপ “ইসলাম নে দি ইস মুলক কো আজাদী (অনুবাদঃ ইসলামই এই দেশকে স্বাধীনতা দিয়েছে)” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের … পড়তে থাকুন INDIA শব্দটির পূর্ণরুপ ‘ইসলাম নে দি ইস মুলক কো আজাদী’ নয়