বিয়েতে জুতা চুরি হওয়ায় ম্যাক্সওয়েল কর্তৃক মামলার ঘটনাটি মিথ্যা

সম্প্রতি, “বিয়ের আসর থেকে জুতা চুরি, মামলা ঠুকে দিলেন ম্যাক্সওয়েল!” শীর্ষক একটি তথ্য দেশীয় মূলধারার গণমাধ্যমগুলোতে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে একাত্তর খেলাযোগ, বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ, যুগান্তর, জাগো নিউজ, সময় নিউজ, সমকাল, ইত্তেফাক, ইনকিলাব সহ অনেক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।  সময় নিউজ এর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- … পড়তে থাকুন বিয়েতে জুতা চুরি হওয়ায় ম্যাক্সওয়েল কর্তৃক মামলার ঘটনাটি মিথ্যা