ডা. গুপ্তপ্রসাদ এর পরামর্শকৃত ক্যান্সার নিরাময়ের পদ্ধতিটি ভুয়া

সম্প্রতি, “ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে। তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার।” শীর্ষক শিরোনামে একজন ব্যক্তির ছবি সম্বলিত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভাইরাল কিছু ফেসবুক পোস্ট … পড়তে থাকুন ডা. গুপ্তপ্রসাদ এর পরামর্শকৃত ক্যান্সার নিরাময়ের পদ্ধতিটি ভুয়া