কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএস ভেঙে যাওয়ার তথ্যটি মিথ্যা
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস ভেঙে যাওয়ার দাবিতে দেশের বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিটিএস ব্যান্ড ভেঙে যায়নি বরং ব্যান্ডটির পৃষ্ঠপোষক হাইব জানিয়েছে, বিটিএস ব্যান্ড ভাঙছে না। ব্যান্ডটির সদস্যরা গ্রুপ ও ব্যক্তিগত উভয় প্রজেক্টগুলো করে যাবে। তবে বর্তমানে ব্যক্তিগত প্রজেক্টের উপরই বেশি জোর দিবে। … পড়তে থাকুন কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএস ভেঙে যাওয়ার তথ্যটি মিথ্যা
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন