শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

গুজব: হোম কোয়ারান্টাইনে থাকতে ফ্রিতে দেওয়া হচ্ছে নেটফ্লিক্স একাউন্ট

গুজব 

 

আসল ফ্যাক্ট 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একটি স্ক্যাম মেসেজ ছড়ানো হয়েছে। যেখানে মেসেজটিতে বলা হয়েছে করোনা ভাইরাসের জন্য ঘরে থাকতে জনপ্রিয় অনলাইন মুভি এবং টিভি শো স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সের প্রিমিয়াম একাউন্ট ফ্রিতে দেওয়া হচ্ছে। যা একটি স্ক্যাম এবং গুজব। নেটফ্লিক্স কর্তৃপক্ষ অফিশিয়ালি এমন কোন ঘোষণা দেয়নি। নেটফ্লিক্সের নামের সঙ্গে সাদৃশ্য একটি ওয়েবসাইট (netlix-usa.net) সকল তথ্য দিয়ে ফ্রিতে রেজিষ্ট্রেশন এর জন্য বলা হচ্ছে। মূলত এই লিংকটি একপ্রকার ফিশিং লিংক। এতে ফ্রি একাউন্টের আশায় সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শুরু করে আপনার পিসি, মোবাইল ফোন হ্যাক বা ব্রিক হতে পারে। সুতরাং এধরণের লিংকে কখনোই প্রবেশ করবেন না। 

Sayeed Joy
Sayeed Joy
Sayeed Joy is the Co-Founder and CTO of Rumor Scanner & he is the CEO of RSB Media & Research. Also, he led content creation, strategy, and execution across their digital and broadcast properties. E-mail: [email protected] / [email protected]
- Advertisment -spot_img
spot_img
spot_img