ডিজিটাল আর্টওয়ার্ককে ফেরাউনের পাসপোর্টের ছবি দাবিতে প্রচার

সম্প্রতি “ফেরাউনের প্যারিস ভ্রমন। এটা ফেরাউনের পাসপোর্ট! ফেরাউনের মমি ফ্রান্সে নেওয়ার জন্য এই পাসপোর্টটি মিশর সরকার ১৯৭৪ সালে ফেরাউনের নামে ইস্যু করে। সেখানে ফেরাউনের জন্মসাল দেখাচ্ছে খ্রীস্টপূর্ব ১৩০৩ আর খ্রীস্টপূর্ব ১২০৭ এ ফেরাউন ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করে।” শীর্ষক শিরোনামে একটি কথিত পাসপোর্টের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট … পড়তে থাকুন ডিজিটাল আর্টওয়ার্ককে ফেরাউনের পাসপোর্টের ছবি দাবিতে প্রচার