শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

Fact-Check: পঙ্গু হাসপাতালের ৩য় তলায় এবছর বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হচ্ছে

“পঙ্গু হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা দেওয়া হচ্ছে” এমন তথ্য উল্লেখ করে একটি পোস্ট গত কয়েকদিন ধরে কপি-পেস্ট করে ফেসবুকের অসংখ্য আইডি ও পেইজ থেকে পোস্ট/শেয়ার করে ভাইরাল করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ সকালে একই তথ্য দিয়ে চিত্র নায়িকা বুবলির ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও পোস্ট করা হয়।

 

কিন্তু এ তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট

মূল ঘটনা, ২০১৭ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটি বেসরকারির সংস্থার সহায়তায় বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের একটি প্রোগ্রাম হাতে নেয়া হয়েছিলো যার মেয়াদ ছিল ওই বছরের ১৫ ই অক্টোবর পর্যন্ত। মূলত সেই সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের তথ্যটিই এখন পুনরায় কপি-পেস্ট করে ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিভিন্ন দেশের অনুদানের মাধ্যমে পঙ্গু হাসপাতালে কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম চলছে।

তবে, বর্তমানে পঙ্গু হাসপাতালে এরকম কোন সেবা চালু নেই বলে রিউমর স্ক্যানার টিমকে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ।

সুতরাং, এবছর পঙ্গু হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করে দেয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  পঙ্গু হাসপাতালের ৩য় তলায় এবছর বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হচ্ছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img