শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

Fact Check: আর্জেন্টিনা-ইসরায়েল প্রস্তুতি ম্যাচ বাতিলের ঘটনাটি পুরোনো, মেসির উক্তিটি অসত্য

সম্প্রতি, “ইসরায়েল বনাম আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাতিলের পর মেসি জানান ‘জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসাবে আমি তাদের বিপক্ষে কখনোই খেলতে পারি না যারা নির্দোষ শিশুদের হত্যা করে’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

এমন সকল পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ইসরায়েল বনাম আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ বাতিলের ঘটনাটি ২০১৮ সালের এবং মেসির বরাতে প্রচারিত উক্তিটি ভুয়া।

২০১৮ সালের ৯ই জুন জেরুজালেমে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তৎকালীন সময়ে ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বিরাজমান থাকায় ফিলিস্তিনিরা ম্যাচটি বাতিলের দাবী জানিয়েছিলো এবং ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিবরিল রাজব আর্জেন্টিনাকে (বিশেষ করে মেসির উদ্দেশ্যে) ম্যাচটি না খেলার জন্য অনুরোধ করে অন্যথায় তিনি মেসির ছবি ও জার্সি পোড়ানোর আহবান জানায়। এ নিয়ে প্রথম আলোর করা বাংলা প্রতিবেদন দেখুন এখানে।

ফিলিস্থিন ফুটবল কর্তৃপক্ষের অনুরোধ এবং দুই দেশের তৎকালীন পরিস্থিতি বিবেচনায় আর্জেন্টিনা ফুটবল টিম ম্যাচটি খেলতে অস্বীকার করেছিলো। বিবিসি নিউজ বাংলার “বিশ্বকাপ ফুটবল ২০১৮: ইসরায়েলের বিরুদ্ধে খেলা বাতিল করলো আর্জেন্টিনা” শিরোনামে ২০১৮ সালের ৬ জুনে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

বিষয়টি নিয়ে ১২ জুন ২০১৮ সালে এএফপি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে, দেখুন এখানে। 

এছাড়া রয়টার্সের “Palestinians hail Argentina and Messi for calling off Jerusalem match” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

এছাড়া ম্যাচটি বাতিল নিয়ে TYC Sports এর বরাতে মেসির যে উক্তিটি ছড়িয়ে পড়েছে এবং যিনি সাক্ষাতকার নিয়েছিলেন দাবী করা হচ্ছে স্বয়ং সেই সাংবাদিক মার্টিন আরভেলো এক টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি মেসির এরকম কোন সাক্ষাতকার নেননি।

অর্থাৎ, আর্জেন্টিনা বনাম ইসরায়েলের প্রস্তুতি ম্যাচ বাতিলের বিষয়টি পুরোনো এবং মেসির উক্তি হিসেবে প্রচারিত তথ্যটি ভুয়া।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসাবে আমি তাদের বিপক্ষে কখনোই খেলতে পারি না যারা নির্দোষ শিশুদের হত্যা করে ~মেসি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img