সম্প্রতি “এই মাএ ইসরায়েলে ইয়াহুদীদের মধ্যে একটি বড় বিস্ফোরণ ঘটেছে, প্রায় ৬৫০ জন ইয়াহুদী মারা গেছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাসুদ সাঈদী নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ভিডিওটিকে ইসরায়েলের দাবীতে শেয়ার করা হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া আরো কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
বিষয়টি যাচাই এর জন্য রিউমর স্ক্যানার এর হোয়াটসঅ্যাপ নাম্বারে অনুরোধ এসেছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে ভিডিওটি পুরোনো এবং ইসরায়েলের নয়।
২০২০ সালের জুলাই মাসে কায়রো-ইসমাইলিয়া মহাসড়কের পাশে পেট্রোলিয়াম তেলের পাইপলাইন থেকে আগুনের সূত্রপাতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং তৎকালীন সময়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।
Gulf News এর “Huge fire hits oil pipeline near Cairo” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
Sky News এর “Egypt: Seventeen people injured in oil pipeline explosion on Cairo motorway“ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুনে এখানে।
NBC News এর প্রকাশিত ভিডিও প্রতিবেদন দেখুন এখানে।
অর্থাৎ, বিস্ফোরণ ঘটে ইসরায়েলে ৬৫০ জন ইয়াহুদী মারা গেছে দাবীতে প্রচারিত ভিডিওটি পুরোনো ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইসরায়েলে ইয়াহুদীদের মধ্যে একটি বড় বিস্ফোরণ ঘটেছে, প্রায় ৬৫০ জন ইয়াহুদী মারা গেছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]