সম্প্রতি ‘ভয়াবহ মোখার হামলায় ৫ সেনা নিহত’ শীর্ষক শিরোনামে ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ৫ সেনা সদস্য নিহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং অপারেশন বালুচিস্তানে পাকিস্তানের ৭ সেনা নিহত হয়েছে এবং কোন দেশের সেনা তা নির্দিষ্ট করে উল্লেখ না করে থাম্বনেইলে ঘূর্ণিঝড় মোখার দৃশ্যের সাথে বাংলাদেশের মানুষের লাশ এবং আহাজারির ছবি ব্যবহার করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
গত ১৪ মে News Plus নামের একটি ফেসবুক পেজ থেকে ‘ভয়াবহ মোখার হামলায় ৫ সেনা নিহত’ শীর্ষক শিরোনামে ও থাম্বনেইলে ঘূর্ণিঝড় মোখার দৃশ্যের সাথে বাংলাদেশের মানুষের লাশ এবং আহাজারির ছবি যুক্ত করে ৯ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি কয়েকটি প্রতিবেদন নিয়ে তৈরি একটি নিউজ বুলেটিন ভিডিও। সেখানে কোথাও ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেনা নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ৯ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওটিতে ৫ মিনিট ১৯ সেকেন্ডের সময় পাকিস্তানে অপারেশন বালুচিস্তানে ৭ সেনা নিহতের বিষয়ে সংবাদ পাঠ করা হয়। এবিষয়ে সংবাদ পাঠ ৫ মিনিট ১৯ সেকেন্ড থেকে শুরু হয়ে ৬ মিনিট ৪৩ সেকেন্ড পর্যন্ত চলে।
এবিষয়ে সংবাদপাঠে বলা হয়, পাক সেনাদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। ১২ মে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান। পাকিস্তানের উত্তর বালুচিস্তানের মুসলিম বাগ এলাকার ঘটনা। ১৩ মে সেই অপারেশন শেষ হল বলে খবর। মিলিটারি মিডিয়া উইং শনিবার এই বার্তা দিয়েছে। একাধিক পাক সংবাদ মাধ্যমে এনিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, একটি রেসিডেন্সিয়াল ব্লকে পণবন্দি করা রাখা হয়েছিল পরিবারকে। তিনটি পরিবারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জঙ্গিরা শিশুদেরও রেহাই দেয়নি। সব মিলিয়ে ৬জন জঙ্গি ছিল। পুরো অস্ত্রে সজ্জিত ছিল তারা। তাদের নিকেশ করা সম্ভব হয়েছে। এদিকে তাদের সঙ্গে আর কাদের যোগসূত্র রয়েছে সেটাও দেখা হচ্ছে। তাদের খোঁজেও চলছে তল্লাশি। বিবৃতিতে জানানো হয়েছে অপারেশনের সময় সব মিলিয়ে সাতজন পাক সেনার মৃত্যু হয়েছে। একজন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। অন্তত এক মহিলা সহ ৬জন জখম হয়েছেন। এদিকে কারা এই চক্রান্তের পেছনে রয়েছে তা দেখা হচ্ছে। পাক সেনাদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন. জঙ্গিদের নিকেশ করতে পাক সেনারা সবরকমভাবে চেষ্টা করছে। গোটা দেশ সেনাদের পাশে রয়েছে। জখমদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
পরবর্তীতে উক্ত প্রতিবেদনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times এর বাংলা সংস্করণে গত ১৩ মে ‘শেষ হল অপারেশন বালুচিস্তান, ৭ পাক সেনার মৃত্যু, নিকেশ ৬ জঙ্গি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, পাক সেনাদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। ১২ মে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল জঙ্গিদের বিরুদ্ধে জোরদার অভিযান। পাকিস্তানের উত্তর বালুচিস্তানের মুসলিম বাগ এলাকার ঘটনা। ১৩ মে সেই অপারেশন শেষ হল বলে খবর। মিলিটারি মিডিয়া উইং শনিবার এই বার্তা দিয়েছে। একাধিক পাক সংবাদ মাধ্যমে এনিয়ে সংবাদ পরিবেশিত হয়েছে।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, একটি রেসিডেন্সিয়াল ব্লকে পণবন্দি করা রাখা হয়েছিল পরিবারকে। তিনটি পরিবারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জঙ্গিরা শিশুদেরও রেহাই দেয়নি। সব মিলিয়ে ৬জন জঙ্গি ছিল। পুরো অস্ত্রে সজ্জিত ছিল তারা। তাদের নিকেশ করা সম্ভব হয়েছে।
এদিকে তাদের সঙ্গে আর কাদের যোগসূত্র রয়েছে সেটাও দেখা হচ্ছে। তাদের খোঁজেও চলছে তল্লাশি। বিবৃতিতে জানানো হয়েছে অপারেশনের সময় সব মিলিয়ে সাতজন পাক সেনার মৃত্যু হয়েছে। একজন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। অন্তত এক মহিলা সহ ৬জন জখম হয়েছেন।এদিকে কারা এই চক্রান্তের পেছনে রয়েছে তা দেখা হচ্ছে।
পাক সেনাদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন. জঙ্গিদের নিকেশ করতে পাক সেনারা সবরকমভাবে চেষ্টা করছে। গোটা দেশ সেনাদের পাশে রয়েছে। জখমদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনটি দাবিকৃত ভিডিওতে প্রতিবেদনের শেষ অংশ পর্যন্ত হুবহু পাঠ করা হয়েছে। এছাড়াও প্রচারিত ভিডিওতে ব্যবহৃত এই সংবাদের অংশের ছবিও উক্ত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে কোনো সেনা সদস্যের নিহত হওয়ার বিষয়ে সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রচারিত ভিডিও’র বিস্তারিত প্রতিবেদন এবং এবিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ৫ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাটি সঠিক নয়।
মূলত, সম্প্রতি পাকিস্তানের অপারেশন বালুচিস্তানে ৭ সেনা নিহতের ঘটনা ঘটেছে। তবে উক্ত ঘটনাটিকে বিকৃত করে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ৫ সেনা সদস্য নিহত হয়েছে দাবি করে নিউজ বুলেটিন ভিডিও’র থাম্বনেইলে ঘূর্ণিঝড় মোখার দৃশ্যের সাথে বাংলাদেশের মানুষের লাশ এবং আহাজারির ছবি ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে চটকদার ক্যাপশন এবং থাম্বনেইল ব্যবহার করে অধিক ভিউ পাবার আশায় উক্ত দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে সবচেয়ে বেশি আঘাত হেনেছে সাগরের মধ্যে আট বর্গ কিলোমিটার আয়তনের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। রোববার(১৪ মে) বেলা দুইটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টার তাণ্ডবে দ্বীপটির অন্তত ৯০০ কাঁচা ও টিনের আধা পাকা ঘরবাড়ি ভেঙে গেছে। ৪২০টি নারকেলগাছসহ অন্তত ৩ হাজার গাছগাছালির ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন ১১ জন। এ ছাড়া জলোচ্ছ্বাসে দ্বীপটির উত্তর পাড়া, পশ্চিম পাড়া ও পূর্ব দিকের কিছু এলাকা প্লাবিত হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে দুই ব্যক্তি নিহত হওয়ার গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, পাকিস্তানে অপারেশন বালুচিস্তানে ৭ সেনা নিহতের ঘটনার সাথে ঘূর্ণিঝড় মোখার ভিন্ন একটি সংবাদ পাশাপাশি রেখে ‘ভয়াবহ মোখার তাণ্ডবে ৫ সেনা নিহত’ শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইলে ঘূর্ণিঝড় মোখার দৃশ্যের সাথে বাংলাদেশের মানুষের লাশ এবং আহাজারির ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে ; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Hindustan Times: শেষ হল অপারেশন বালুচিস্তান, ৭ পাক সেনার মৃত্যু, নিকেশ ৬ জঙ্গি
- BBC: বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখায় প্রাণহানি নেই, তবে অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ
- Prothom Alo: সেন্ট মার্টিনে মোখার তাণ্ডবে ৯০০ ঘরবাড়ি বিধ্বস্ত, ভেঙে গেছে ৪২০টি নারকেলগাছ
- Rumor Scanner Own Analysis