এটি জিয়াউর রহমানের জানাজার ছবি নয়

বিভিন্ন সময়ে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) গণজমায়েতের একটি পুরানো ছবি ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার হয়ে আসছে। কী দাবি করা হচ্ছে? আলোচিত ছবিটিতে দেখা যাচ্ছে, একটি খোলা ময়দানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। গণজমায়েতের মধ্যেই সাদা ছাত দিয়ে ঢাকা একটি মঞ্চসদৃশ স্থান দেখা যায়। দূর থেকে তোলা ছবিটিতে উক্ত স্থানে কী আছে বা এই স্থানকে … পড়তে থাকুন এটি জিয়াউর রহমানের জানাজার ছবি নয়