Fact Check: বর্ষপূর্তি উপলক্ষে কোকা কোলা কোম্পানি থেকে আইফোন উপহার দেয়ার তথ্যটি ভুয়া
সম্প্রতি “কোকা কোলা কল্যাণ তহবিল” শীর্ষক শিরোনামের একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া লিংকগুলির আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে। বিষয়টি যাচাইয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ হটলাইনে ফ্যাক্টচেক অনুরোধ এসেছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ‘কোকা কোলা কল্যাণ তহবিল’ নামে কোম্পানিটির কোন প্রকল্পের অস্তিত্ব নেই এবং বর্তমান সময়ে কোম্পানিটি এধরণের কোন … পড়তে থাকুন Fact Check: বর্ষপূর্তি উপলক্ষে কোকা কোলা কোম্পানি থেকে আইফোন উপহার দেয়ার তথ্যটি ভুয়া
এমবেড করার জন্য এই ইউআরএল কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন।
এমবেড করার জন্য এই কোড কপি করে আপনার সাইটে পেস্ট করুন