বৃহস্পতিবার, মার্চ 28, 2024
spot_img

Fact Check: লকডাউনে জনদূর্ভোগ প্রকাশে ভাইরাল ছবিটি তিন বছর পুরোনো

সম্প্রতি “দাসের দল নগরে ফিরছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লকডাউনে জনদূর্ভোগ প্রকাশে ভাইরাল এই ছবিটি গতকালের নয় বরং ছবিটি বাংলাদেশে কোভিড-১৯ ছড়ানোরও প্রায় দেড় বছর পূর্বে তোলা হয়েছিলো।

মূলত, লকডাউনে গতকালের জনদূর্ভোগ বোঝাতে ভাইরাল হওয়া এই ছবিটি ১৫ জুন ২০১৮ সালে বগুড়ার TMSS হেডকোয়াটারের সামনের একটি ওভারব্রিজ থেকে ধারণ করা হয়েছিলো এবং ছবিটি আব্দুল মোমিন নামের একজন ফটোগ্রাফারের তোলা।

TMSS হেডকোয়াটারের সামনের ওভারব্রিজ

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায় ছবিটি আব্দুল মোমিন তার ইন্সটাগ্রাম আইডিতে ৬ জুন ২০২০ সালে প্রথম আপলোড করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Abdul Momin (@abdulmomin.bd)

রিউমর স্ক্যানার টিম বিষয়টি নিশ্চিতের জন্য আব্দুল মোমিনের সাথে যোগাযোগ করে ছবিটি তোলার তারিখ এবং অন্যান্য সকল প্রমাণাদি গ্রহণ করে।

জনাব আব্দুল মোমিনের পাঠানো তথ্য প্রমাণ অনুযায়ী দেখা যায় ছবিটি ১৫ জুন ২০১৮ সালে অর্থাৎ ইদ উল ফিতরের দিন সকাল ৮ টা ৩৩ মিনিট ৫৬ সেকেন্ডে তোলা হয়েছিলো। অর্থাৎ ছবিটি প্রায় ৩ বছর পূর্বে তোলা এবং বাংলাদেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরুরও অনেক পূর্বে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই থেকে চলমান কঠোর লকডাউন বিধিতে গার্মেন্টস-কল-কারখানা বন্ধ রাখার বিষয়ে উল্লেখ থাকলেও শিল্পমালিকদের অনুরোধে গত ৩০ জুলাই এক প্রজ্ঞাপনে ১ আগস্ট থেকে স্বাস্থ্য বিধি মেনে শিল্প কল-কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত জানায় মন্ত্রী পরিষদ বিভাগ।

উল্লেখ্য, লকডাউনে বন্ধ থাকা শিল্প কলকারখানাগুলো হঠাৎ চালু করায় যানবাহন সংকটে ঢাকামুখী মানুষের মধ্যে ব্যাপক জনদূর্ভোগের খবর পাওয়া গেছে এবং জনদূর্ভোগের অনেক ছবিই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, ৩ বছর পূর্বে ইদ উপলক্ষে ঘরমুখো মানুষের একটি ছবিকে বর্তমানে চলমান লকডাউনের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: দাসের দল নগরে ফিরছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img