সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন নিথর ব্যক্তিকে আরেকজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন এবং তা পুলিশের পোশাক পরা অবস্থায় কয়েকজন দাঁড়িয়ে দেখছেন ও ভিডিও করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, ‘খুনিরা খুন করে লাশ জঙ্গলে ফেলে দিচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশের সামনে খুন করে জঙ্গলে টেনে নেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং, ‘ক্রাইম পেট্রোল বিডি’ নামের একটি নাটক সিরিজের অভিনয়ের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Arman Raj’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত মূল ভিডিওটি গত ৩০ অক্টোবরে প্রচার হতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘শুটিং টাইম- Crime partrol. পরিচালক – আশরাফ উল ইসলাম পিপিএম স্যার. পর্ব পরিচালক – শাব্দিক শাহীন। লতা হারবাল এর সৌজন্যে। Crime Patrol BD একটি সত্য ঘটনা। প্রতি শনিবার সন্ধ্যা ৭-৫০ মিনিটে শুধু মাত্র ATN Bangla তে।’

এছাড়াও, উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে পুলিশের পোশাকে ও ‘ক্রাইম পেট্রোল বিডি’র অভিনয়ের দৃশ্য দাবিতে আরো নানা ছবি ও ভিডিও নানা সময়ে প্রচার হতে দেখা যায়।
পাশাপাশি, এ বিষয়ে রিভার্স ইমেজ সার্চ ও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দৃশ্য আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে ‘ক্রাইম পেট্রোল বিডি’র বিষয়ে অনুসন্ধানে একই নামে একটি ফেসবুক পেজ পাওয়া যায়। পেজটির বায়োতে বলা হয়, ‘ক্রাইম প্যাট্রোল বিডি হলো ক্রাইম প্যাট্রোল নাটক সিরিজের একটি অফিসিয়াল পেজ, যা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব অপরাধমূলক ঘটনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা।’ (অনূদিত)
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে ‘ক্রাইম পেট্রোল বিডি’ নামের একটি নাটক সিরিজের অভিনয়ের দৃশ্য।
সুতরাং, ‘ক্রাইম পেট্রোল বিডি’ নামের একটি নাটক সিরিজের অভিনয়ের দৃশ্যকে পুলিশের সামনে খুন করে জঙ্গলে টেনে নেওয়ার আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Arman Raj – Facebook Post
- Arman Raj – Facebook Post





