মোনামী ও খালেদ মুহিউদ্দীনের ছবি দাবিতে তাসনিম জারার বিয়ের ছবি সম্পাদনা করে প্রচার

সম্প্রতি, ‘এক্সক্লুসিভ পিকচার- দুজনের এটি মুতা বিবাহ’ শীর্ষক ক্যাপশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এবং টকশো সঞ্চালক ও সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি খালেদ মুহিউদ্দীন ও শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এর নয় বরং, ২০১৭ সালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর বিয়ের ছবিকে সম্পাদনার মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে ‘Sabina Ahmed’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০১৭ সালের ১০ আগস্ট প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।  উক্ত পোস্টে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মুখমণ্ডল ছাড়া বাকি সব উপাদানের মিল রয়েছে। উক্ত পোস্টে দাবি করা হয়, এটি তাসনিম জারার বিয়ের ছবি। 

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে একুশে টিভির ওয়েবসাইটে ২০১৭ সালের ১৩ আগস্ট ‘গহনা-সাঁজগোছ ছাড়া বিয়ে, ফেসবুকে তোলপাড়’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালে বিয়ে করেছেন তাসনিম জারা। এটি তাদের বিয়ের ছবি।

সেসময় এ বিষয়ে বিভিন্ন দেশিয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ (, , , ) প্রচার করা হয়। 

এছাড়া, অধিকতর অনুসন্ধানের প্রয়োজনে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে উক্ত ছবির ওপর খালেদ মুহিউদ্দীন ও শেহরীন আমিন ভূঁইয়ার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহর বিয়ের ছবিকে সম্পাদনার মাধ্যমে তৈরি করা ছবিকে মোনামী ও খালেদ মুহিউদ্দীনের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img