সম্প্রতি, দিল্লি আহমেদাবাদে শেখ হাসিনার বাসভবনে প্রেস মিটিং বৈঠক নেতাকর্মীদের আহ্বান সজীব ওয়াজেদ জয় লিডার উপস্থিত ছিলেন- দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিটিতে দেখা যাচ্ছে– শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে হ্যান্ডশেক করছেন নরেন্দ্র মোদী। পাশে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দেওয়ার আগে নিউইয়র্কের একটি হোটেলে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক হয়। প্রচারিত ছবিটি সেই বৈঠকেরই।
এ বিষয়ে অনুসন্ধানে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

এরপর আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক দ্যা ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের হোটেল ওয়াল্ড্রফ অ্যাস্টোরিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক বিভিন্ন মন্ত্রী-এমপি সহ শেখ হাসিনার তৎকালীন বিভিন্ন উপদেষ্টারা। একই বৈঠকে সজীব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন।
উক্ত বৈঠকের বিষয়ে তখন নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছিল।
সুতরাং, ২০১৫ সালে নিউইয়র্কে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাতের ছবিকে সম্প্রতি দিল্লির আহমেদাবাদের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sajeeb Wazed Joy- Facebook Post
- Daily Sun- Teesta deal to be signed with Bangladesh, says Modi
- Narendra Modi- Facebook Post





