জাপানি সৈনিকের সাথে মৃত ভাইকে বহন করা শিশুর কথোপকথনের দাবিটি মিথ্যা

সম্প্রতি “জাপানে যুদ্ধের সময় এই ছেলেটি তার মৃত ভাইকে কবর দিতে পিঠে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং তাকে এই মৃত শিশুটিকে ফেলে দিতে বলে যাতে সে ক্লান্ত না হয়। তিনি জবাব দিলেন: সে ভারী নয়, সে আমার ভাই!” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু … পড়তে থাকুন জাপানি সৈনিকের সাথে মৃত ভাইকে বহন করা শিশুর কথোপকথনের দাবিটি মিথ্যা