“ফ্লয়েডের ছেলের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন” শীর্ষক শিরোনামে জো বাইডেনের সাথে একজন বালকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে দেখা যায় ২০২০ সালের ১৫ই সেপ্টেম্বর জো বাইডেন নিজেই তার ইন্সটাগ্রাম আইডিতে ছবিটি আপলোড করেছিলেন।
View this post on Instagram
মূলত, ২০২০ সালের ০৯ সেপ্টেম্বর জো বাইডেন তার নির্বাচনী প্রচারণার জন্য মিশিগানের ডেটট্রয়েটে যান এবং সেখানে থ্রি থার্টিন নামক দোকান থেকে পোশাক ক্রয়কালীন উক্ত দোকান মালিকের ছেলে ‘সিজে ব্রাউনের’ সাথে কিছু সময় হাঁটু গেড়ে গল্প করার সময় ছবিটি তুলেন রয়টার্সের ফটোগ্রাফার Leah Millis

পরবর্তীতে টুইটারে একই বিষয়ে গুজব ছড়ালে ১৭ই নভেম্বর ২০২০ এ ফটোগ্রাফার Leah Millis বিষয়টিকে ভুয়া খবর উল্লেখ করে টুইট করেন।
The photograph I took is from September 9 in Detroit. Biden is greeting young CJ Brown as Biden makes a brief stop at “Three Thirteen” clothing store to buy a few items for his grandchildren during a campaign visit to the area.
— Leah Millis (@LeahMillis) November 17, 2020
নির্বাচনী প্রচারণায় তোলা সিজে ব্রাউনের সাথে জো বাইডেনের সাক্ষাতের সেই ছবিটিকেই বর্তমানে জর্জ ফ্লয়েডের ছেলের কাছে জো বাইডেনের ক্ষমা চাওয়ার ছবি দাবী করা হচ্ছে। অর্থাৎ, “জর্জ ফ্লয়েডের ছেলের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: পুলিশের নির্যাতনে নিহত কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডের ছেলের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন জো বাইডেন!
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]