বৃহস্পতিবার, মার্চ 28, 2024
spot_img

কুরআনের আয়াতের বিরুদ্ধে রিটকারী ওয়াসিম রিজভীর নামে গণধোলাইয়ের ভুয়া ভিডিও ভাইরাল

“কুরআনের ২৬ আয়াত পরিবর্তনের দাবীতে রিটকারী শিয়া নেতা ওয়াসিম রিজভীকে গঙধোলাই দিয়ে উলঙ্গ করা হয়েছে ” শীর্ষক একটি তথ্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের আর্কাইভ সংস্করণ দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

গণধোলাইয়ের যে ভিডিওটি রিটকারী শিয়া নেতা ওয়াসিম রিজভীর নামে প্রচারিত হচ্ছে সেটি মূলত এক বিজেপি এমএলএ’র গণধোলাইয়ের ভিডিও।

গত শনিবার বিজিপি’র এক সভায় এমএলএ ‘Arun Narang’ বহুল সমালোচিত কৃষি বিল ২০২০ এর সমর্থনে বক্তব্য দেয়ার প্রেক্ষিতে উপস্থিত উত্তেজিত জনতা আক্রমণ করে তাকে গণধোলাই দেয়। ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এর প্রতিবেদন দেখুন নিচেঃ

অর্থাৎ, বিজিপি নেতা Arun Narang এর গণধোলাইয়ের এই ভিডিওকেই শিয়া নেতা ওয়াসিম রিজভীর দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।

ছবিটি ভালোভাবে লক্ষ্য করুণ

সুতরাং, কুরআনের ২৬ আয়াত নিয়ে রিটকারী ওয়াসিম রিজভীকে গণধোলাইয়ের বিষয়টি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভারতে কুরআনের ২৬ আয়াত বাতিলের দাবীতে রিটকারী ওয়াসিম রিজভী গণধোলাইয়ের স্বীকার
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img