রমজান উপলক্ষে রাষ্ট্রপতি কর্তৃক ৫ হাজার টাকা উপহারের ঘোষণাটি সত্য নয়

“করোনা পরিস্থিতির কারনে সাধারণ মানুষ অনেক আর্থিক সমস্যায় পড়েছেন। তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে সরকার দেশের সবাইকে ৫,০০০ টাকা করে সরকারী অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।” শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।

 

আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ৫০০০ টাকা উপহার সম্পর্কিত কোন ঘোষণা মূলধারার কোন সংবাদমাধ্যম বা টিভি মিডিয়ায় এখন পর্যন্ত প্রচারিত হয় নি।

এছাড়া বঙ্গভবন এর অফিশিয়াল ওয়েবসাইটে খুঁজেও রমজান উপহার প্রদানের কোন নোটিশ সেখানে খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রচারিত তথ্যগুলোতে সংযুক্ত ওয়েবসাইটগুলো সন্দেহজনক এবং অসামঞ্জস্যপূর্ণ। নিচে এমন দুইটি ওয়েবসাইটের ডোমেইন দেয়া হলোঃ

  1. http://35.203.114.56
  2. http://104.236.60.112

অর্থাৎ, “পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ একাউন্টে ৫,০০০ টাকা উপহার দিচ্ছে” শীর্ষক শিরোনামে প্রচারিত ঘোষণাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ একাউন্টে ৫,০০০ টাকা উপহার দিচ্ছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img