“ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মামুনুল হকের ২০১৫ সালের ছবি” দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ও ছবি ছড়িয়ে পরেছে। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টের আর্কাইভ সংস্করণ দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে দেখা যায় মুল ছবিটি মূলত ২০১৯ সালের। ভারতের নয়াদিল্লীতে অবস্থিত একটি ইসকন মন্দিরে ‘বিশ্বের বৃহত্তম ভাগবত গীতা’ উদ্বোধন করতে যাওয়ার সময়ে নরেন্দ্র মোদির ট্রেন যাত্রীদের সাথে কুশল বিনিময়ের সময় ছবিটি তোলা হয়। দ্যা কুইন্টের করা প্রতিবেদন দেখুন এখানে।
অর্থাৎ, ২০১৯ সালের নরেন্দ্র মোদির ট্রেনযাত্রীদের সাথে তোলা ছবিকে এডিট করে সেটিকে মামুনুল হকের সাথে মোদির ২০১৫ সালের ছবি দাবি করা হচ্ছে।
সুতরাং, ” ২০১৫ সালে মোদীর সাথে মামুনুল হক ” শিরোনামে প্রচারিত ছবিটি ভুয়া ও গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ২০১৫ সালে মোদীর সাথে মামুনুল হক
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]