ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর গুজব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও আইডিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পরেছে। এমন কিছু ভাইরাল ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

ব্যারিস্টার মওদুদ আহমদ জীবিত আছেন এবং আগের থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । আজ দুপুরে মওদুদ আহমদকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে দেখে আসার পর গণমাধ্যমের কাছে এই তথ্য জানিয়েছেন তিনি। 

অর্থাৎ, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও গুজব ।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন
  • Claimed By: Facebook Post, Web Portal
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img