সম্প্রতি, ‘সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিচ্ছে রাজাকারের বাচ্চারা’ শীর্ষক মন্তব্যটি পদ স্থগিত হওয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিচ্ছে রাজাকারের বাচ্চারা’ শীর্ষক কোনো মন্তব্য ফজলুর রহমান করেননি। প্রকৃতপক্ষে, উক্ত দাবিটি প্রথমে একটি স্যাটায়ার পেজ থেকে প্রচার করা হয়। পরবর্তীতে সেটি বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে ফজলুর রহমান কর্তৃক এমন মন্তব্য করার কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, জাতীয় দৈনিক আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের মিঠামইন বাজার শেডে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেছিলেন, ‘বাঁচব না হয় মরব, কোনো রাজাকার-আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে মুছতে পারবে না।’
ফজলুর রহমান বলেন, ‘যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না। যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দিবে। যখন দেখছি ৩০ লাখ মানুষের রক্ত এ দেশে বৃথা যাবে। যখন দেখছি দুই লাখ মা-বোনের ইজ্জতের মূল্য থাকবে না। তখন আমি মনে করেছি, না আমি ছাড়ব না। আমি তাদের ছাড়ব না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। সেই কথা বলতে বলতে এমন এক জায়গায় পৌঁছলাম, যখন আমার সঙ্গে যুক্তিতে পারে না তখন ওরা বলা শুরু করল, আরে ও তো পাগল, ও তো ফজু পাগলা। আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়।’
অ্যাডভোকেট ফজলুর বলেন, ‘আমি আপনাদের সামনে সারা জাতিকে শপথ করাতে চাই—আমি কোনো দিন মুক্তিযুদ্ধের বাইরে কোনো কাজ করব না, মুক্তিযুদ্ধের বাইরে যাব না। মুক্তিযুদ্ধ এ দেশ থেকে যাবে না। এই যে স্টেজে বসে আছেন মুক্তিযোদ্ধারা, তাঁদের সাক্ষী রেখে বলছি, তাঁদের আমি স্যালুট দিয়ে বলছি, হে মুক্তিযোদ্ধারা, আমি তোমাদের ভাই। তোমরা আমার সঙ্গে আছ, তোমরা আমাকে আনছ, কথা দিয়ে গেলাম—জীবন অথবা মৃত্যু, কোনো রাজাকার-আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে বিনাশ করতে পারবে না।’
অর্থাৎ, ফজলুর রহমান ভিন্ন মন্তব্য করেছেন।
এরপর আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে Iqbal Tv নামক একটি পেজ থেকে গত ২৭ অক্টোবর বিকাল ০৪ টা ৩১ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, পোস্টটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটির বায়োতে লেখা রয়েছে ‘পেজটি ক্রিয়েট করা হয়েছে বিনোদনের উদ্দেশ্যে’৷
অর্থাৎ, পেজটি স্যাটায়ার বা হাস্যরসাত্মক পেজ।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ফজলুর রহমানকে। নোটিশের জবাব ২৪ ঘন্টার মধ্যে দিতে বলা হলেও এক সপ্তাহের সময় চান ফজলুর রহমান। পরবর্তীতে দল আরও ২৪ ঘন্টা সময় বাড়ায় এবং ২৬ আগস্ট অ্যাডভোকেট ফজলুর রহমান জবাব প্রেরণের পর ওইদিনই বিএনপিতে থাকা সকল দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
সুতরাং, অ্যাডভোকেট ফজলুর রহমানকে উদ্ধৃত করে প্রচারিত ‘সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিচ্ছে রাজাকারের বাচ্চারা’ শীর্ষক মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Ajker Patrika- রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর
- Iqbal Tv- Facebook Post
- BNP- Facebook Post
- Prothom Alo- নোটিশের জবাব দিলেন ফজলুর রহমান, তিন মাসের জন্য পদ স্থগিত করল বিএনপি





