সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের আ.লীগে যোগদান দাবিতে পুরোনো ভিডিও প্রচার  

সম্প্রতি, ১৬০ জন নেতা কর্মী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদানের ভিডিও নয় বরং এটি ২০২৩ সালের ঘটনা। 

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে নোয়াখালীর স্থানীয় গণমাধ্যম নোয়াখালীর কাগজের ফেসবুক পেজে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর ‘১৬০ জন নেতাকর্মী বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান।’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

পরবর্তী, জাতীয় দৈনিক গণকণ্ঠের ফেসবুক পেজে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, ২০২৩ সালে নোয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদানের ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img