পাকিস্তানি ডাক্তারের বাংলাদেশে চিকিৎসা দেয়ার বিষয়টি গুজব

গুজব

আসল তথ্য 

Faizan Ghaznavi নামে এক পাকিস্তানি ডাক্তার বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছেন, এই মর্মে ফেসবুকে ভাইরাল হয় বিষয়টি। তবে মূল ঘটনা হলো, ভাইরাল হওয়া ছবিটির ব্যক্তি কোনো চিকিৎসক না বরং তিনি একজন মডেল, পাশাপাশি চিকিৎসা দেয়া কালীন মাস্ক পরিহিত যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো ফটোশপের মাধ্যমে তৈরি করা।

 

তার অপারেশন থিয়েটারের ভাইরাল হওয়া ছবিটির মূল উৎস হলো FramePool ( ফ্রি ইমেজ ওয়েবসাইট ) অর্থাৎ এখান থেকেই ছবিটি ডাউনলোড করে তিনি ফটোশপের মাধ্যমে সেই মডেলের ছবিটি ওখানে বসিয়েছেন।

মূলত, Faizan Ghaznavi ওরফে Adil Ahnaf কোনো পাকিস্তানি চিকিৎসক না, ফেক আইডিটি যিনি পরিচালনা করছেন তিনি বাংলাদেশের ই নাগরিক। 

 

FramePool Image Link – Click here 

 

আরও পড়ুন

spot_img