দাফনের পূর্বে কেঁদে ওঠা শিশুর ভুল ছবি প্রচার

গতকাল হতে ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেইজের মাধ্যমে “ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করা নবজাতক যে দাফনের সময় কেঁদে ওঠে” তথ্য একটি শিশুর ছবি সহকারে ভাইরাল করা হচ্ছে। এমন একটি ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট দেখুন এখানে৷ ফ্যাক্টচেক শিশুটির ছবি আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই, গত বছরের ১৯ এপ্রিল ‘Ashish Biswas’ নামক ফেসবুক … পড়তে থাকুন দাফনের পূর্বে কেঁদে ওঠা শিশুর ভুল ছবি প্রচার