ডলফিন পিটিয়ে মারলো জেলেরা !
এই হেডলাইনে ভাইরাল হওয়া নিউজটি সম্পূর্ণ গুজব !
” ডলফিন পিটিয়ে মারলো জেলেরা ” এই হেডলাইন ব্যবহার করে গতকাল নিউজটি ভাইরাল হয় যেখানে বলা হয়েছে শ্যামলাপুরে জেলেদের জালে একটি ডলফিন ধরা পরলে তৎক্ষণাৎ তাকে পিটিয়ে মারে জেলেরা।
যে ছবি ব্যবহার করে নিউজগুলো প্রকাশিত হয় সেটা নিয়ে অনুসন্ধান করে আমরা ছবিটি যিনি উঠিয়েছিলেন তার ফেসবুক আইডি ( Jalal Uddin ) খুঁজে পাই। তিনি গতকাল বিকেল ০৪ টা ০৬ মিনিটে ” সমূদ্রের তীরে ডলফিন ” ক্যাপশনে ছবিটি আপলোড করেন ।
এলাকাবাসী সহ জালাল উদ্দিন নিজে নিশ্চিত করেছেন জেলেরা ডলফিনকে পিটিয়ে মারেনি এবং ছবিটি জালাল উদ্দিনের অনুমতি ব্যতীত সকল গনমাধ্যমে প্রকাশিত হয়েছে ।
উল্লেখিত, আজ সকালেও আরো একটি ডলফিন মৃত অবস্থান তীরে ভেসে উঠেছে।
অর্থাৎ জেলেদের ডলফিন পিটিয়ে মারার ঘটনাটি পুরোপুরি অনুমান নির্ভর এবং গুজব !
Discussion about this post