শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

ভিডিওটি ভারতের পুলিশ কর্মকর্তার, বাংলাদেশের নয়

সম্প্রতি, “নারায়নগঞ্জের এক যুবলীগ নেত্রীর সঙ্গে মদপান ও অশ্লীল নাচে মত্ত থানার ওসি নন্দকিশোর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এমন আরো কিছু ভাইরাল পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

যে ভিডিওটিকে নারায়ণগঞ্জের এক যুবলীগ নেত্রীর সঙ্গে থানার ওসির অশ্লীল নাচের ভিডিও বলে দাবি করা হচ্ছে সেটি মূলত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের মহুদা থানার ওসি নন্দকিশোর সিংয়ের নাচের ভিডিও।

২০১৯ সালে জুলাই মাসে ভারতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। উল্লেখ্য, সে সময় অভিযোগের সত্যতা স্বীকার করে অভিযুক্ত ওসি দাবি করেন, ভিডিওটি আরো একবছর আগের ২০১৮ সালের মাঝামাঝি সময়ের।

ঘটনাটি নিয়ে ২০১৯ সালের জুলাই মাসে ভারতীয় গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছিল। সংবাদ প্রতিদিনের “স্বল্পবসনা মহিলার সঙ্গে অশ্লীল নাচে মত্ত পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

০২ জুলাই, ২০১৯ সালে প্রকাশিত ইটিভি ভারতের প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে।

সুতরাং, “নারায়নগঞ্জের এক যুবলীগ নেত্রীর সঙ্গে মদপান ও অশ্লীল নাচে মত্ত থানার ওসি নন্দকিশোর” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্য ও ভিডিওটি সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নারায়নগঞ্জের এক যুবলীগ নেত্রীর সঙ্গে মদপান ও অশ্লীল নাচে মত্ত থানার ওসি নন্দকিশোর
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img