মঙ্গলবার, এপ্রিল 16, 2024
spot_img

নুরবাহিনী কর্তৃক গণভবন ঘেরাও শিরোনামে প্রচারিত ভিডিওটি ভুয়া

সম্প্রতি “মামুনুল হক গ্রেফতারে ক্ষেপে গেছে নুর বাহিনী, রাতেই গণভবন ঘেরাও” শীর্ষক শিরোনামের একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

যে ভিডিওটিকে কেন্দ্র করে মামুনুল হক গ্রেফতারের ফলে গণভবন ঘেরাও দাবী করা হচ্ছে সেটি মূলত ১৭ই এপ্রিলে প্রচারিত বাংলাদেশ ছাত্র ও যুব ইউনিয়নের মশাল মিছিলের লাইভ ভিডিওর একটি অংশ, দেখুন এখানে।

আল আহনাফ নামে একজন ফেসবুক ব্যবহারকারীর করা ১৭’ই এপ্রিলের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মশাল মিছিলের লাইভটি দেখুন এখানে।

বাংলাদেশ ছাত্র ও যুব ইউনিয়ন এর মশাল মিছিলের লাইভ ভিডিওর একটি অংশ কেটে সেই ভিডিওটি লাইভ স্ট্রিমিং এপের মাধ্যমে ভুয়া শিরোনামে পুনরায় সম্প্রচার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ১৮ এপ্রিল তারিখে গ্রেফতার করেছে পুলিশ। আর প্রচারিত মশাল মিছিলটি ১৭ই এপ্রিল অর্থাৎ একদিন পূর্বে প্রথম সম্প্রচার হয়েছিলো।

অর্থাৎ,”মামুনুল হককে গ্রেফতারে ক্ষেপে গেল নুরবাহিনী, রাতেই গনভবন ঘেরাও” শিরোনামে প্রচারিত লাইভ ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মামুনুল হককে গ্রেফতারে ক্ষেপে গেল নুরবাহিনী, রাতেই গনভবন ঘেরাও!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img