জামায়াতের নির্বাচনী প্রচারণার ভিডিওকে ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের বিক্ষোভ বলে প্রচার

শুক্রবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল শোভাযাত্রার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, এটি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচির দৃশ্য।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোটরসাইকেল শোভাযাত্রার এই ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি সম্পর্কিত কোনো কর্মসূচির নয়। প্রকৃতপক্ষে, এটি ঢাকা-১১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমানের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে একুশে টেলিভিশন এর ফেসবুক পেজে শুক্রবার (৩১ অক্টোবর) ‘ঢাকা ১১ আসনে জামায়াতের মটরযাত্রা। সরাসরি…’ শিরোনামে প্রচারিত সরাসরি সম্প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধানে ঢাকা -১১ (রামপুরা-বাড্ডা- ভাটারা- হাতিরঝিল আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমানের ফেসবুক পেজে ৩১ অক্টোবর প্রচারিত আলোচিত শোভাযাত্রার সরাসরি সম্প্রচারিত একটি ভিডিওর সন্ধান মেলে। জানা যায়, ৩১ অক্টোবর আতিকুর রহমানের সমর্থনে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ মোড় হয়ে নতুন বাজার পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবির কোনো কর্মসূচির নয়।

সুতরাং, ঢাকা ১১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার ভিডিওকে ড. মুহাম্মদ ইউনূসের সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img